কাণ্ডের ভারতের ওয়েবসাইটে ১৫ লক্ষ বার সাইবার হানা, সফল ১৫০টি

কাণ্ডের ভারতের ওয়েবসাইটে ১৫ লক্ষ বার সাইবার হানা, সফল ১৫০টি

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে ১৫ লক্ষ বার সাইবার হানা চালান ‘পাকিস্তানের মদতপুষ্ট’ হ্যাকাররা। মহারাষ্ট্রের সাইবার সেলের একটি তদন্তমূলক প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদনে এ-ও জানানো হয়েছে, হ্যাকারদের সাফল্য যৎসামান্যই। লক্ষ লক্ষ বার ভারতের ওয়েবসাইটগুলিকে নিশানা করলেও মাত্র ১৫০টি ক্ষেত্রে সফল হয়েছেন তাঁরা।

মহারাষ্ট্র সাইবার সেলের তদন্ত রিপোর্ট অনুযায়ী, কেবল পাকিস্তান থেকেই নয়, সাইবার হানা চালানো হয় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও। তদন্ত রিপোর্টটির নাম ‘রোড অফ সিঁদুর’। এই রিপোর্টে হ্যাকারদের বেশ কয়েকটি দাবিকেও নস্যাৎ করে দেওয়া হয়েছে।

 

 

যেমন হ্যাকাররা দাবি করেছিলেন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে। তাঁদের তরফে এ-ও দাবি করা হয় যে, ভারতের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে সাইবার হানা হওয়ায় বহু জায়গায় বিদ্যুৎ পৌঁছোচ্ছে না। এই সমস্ত দাবিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

 

 

যে ১৫০টি ওয়েবসাইটকে হ্যাকাররা সফল ভাবে নিশানা করতে পেরেছেন, সেগুলির মধ্যে রয়েছে একটি পুরসভার ওয়েবসাইট এবং একটি নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট। ওই দু’টি ওয়েবসাইটকে বিকৃত করেন হ্যাকাররা। তবে অধিকাংশ ক্ষেত্রেই হ্যাকারদের হানা প্রতিহত করা গিয়েছে বলে জানানো হয়েছে ওই তদন্তমূলক প্রতিবেদনে। ইতিমধ্যেই ওই তদন্তমূলক প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র: আনন্দবাজার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *