নিলামে উঠল অ্যাপল–১ কম্পিউটার, দাম ছাড়াতে পারে ৩ কোটি টাকা!

নিলামে উঠল অ্যাপল–১ কম্পিউটার, দাম ছাড়াতে পারে ৩ কোটি টাকা!

প্রযুক্তি ইতিহাসের এক কিংবদন্তি অধ্যায় রচিত হয়েছিল স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাত ধরে। তাদের তৈরি প্রথম কম্পিউটার অ্যাপলু১ এখনো প্রযুক্তিপ্রেমীদের জন্য এক বিরল সংগ্রহ। আর সেই ঐতিহাসিক অ্যাপলু১ কম্পিউটার আবারও উঠেছে নিলামে।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন এই নিলামের আয়োজন করেছে। তারা আশা করছে, কম্পিউটারটির দাম ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

চার দশক আগে একটি সাধারণ গ্যারেজ থেকে শুরু হওয়া অ্যাপলের যাত্রা আজ বিশ্বব্যাপী প্রযুক্তি জগতের অন্যতম বড় সফলতার গল্প। সেই সময় স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপলু১ কম্পিউটার তৈরি করেছিলেন, যা ছিল মূলত একটি মাদারবোর্ড। এটি ব্যবহারের জন্য আলাদা কেসিং, মনিটর ও কিুবোর্ড যুক্ত করতে হতো।

স্টিভ জবসের স্বাক্ষরিত চেক ও অ্যাপলু২ কম্পিউটারও নিলামে

আরআর অকশন জানিয়েছে, অ্যাপলু১ ছাড়াও স্টিভ জবসের স্বাক্ষরিত দুটি চেক নিলামে তোলা হয়েছে। এসব চেকের দাম ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

এছাড়া, অ্যাপলের আরেকটি ঐতিহাসিক কম্পিউটার অ্যাপলু২-ও রয়েছে নিলামে। ১৯৭৭ সালে বাজারে আসা এই মডেলটি অ্যাপলের জন্য বিপ্লব নিয়ে আসে। এর সম্ভাব্য মূল্য ৩০ হাজার মার্কিন ডলার বা ৩৬ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *