ফোন নিজেই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে

ফোন নিজেই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে

স্মার্টফোন ব্যবহারের একটি সমস্যা হলো, ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাওয়ার শঙ্কা থাকে। ফোনের ডাটা চুরি রুখতে সাহায্য করবে এমন ফিচার নিয়ে এসেছে গুগল।

গুগল প্লে সার্ভিস ভার্সন ২৫.১৪-এ। নিজে থেকেই রিস্টার্ট হবে ফোন। ফলে ফোনের সব ডাটা এনক্রিপ্টেড হয়ে যাবে। সহজে সেই ডাটার নাগাল পাবে না অবৈধ ডাটা চুরির অ্যাপ বা সফটওয়্যার।

 

 

অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবের জন্য এমন ফিচারই চালু করেছে গুগল।

 

 

ফোনের পাওয়ার আনলক হলে এটি ‘আফটার ফার্স্ট আনলক’ মোডে চলে যায়। এ অবস্থায় ফোন লক থাকলেও কিছু জরুরি ডাটার এনক্রিপশন হয় না। ফলে দীর্ঘক্ষণ স্ক্রিন বন্ধ থাকলেই ডাটা চুরির ভয়। যদি ফোন টানা তিন দিন অব্যবহৃত থাকে তা হলে এই ফিচার তাকে আপনা-আপনিই রিস্টার্ট করবে, ফলে তা ‘বিফোর ফার্স্ট আনলক’ মোডে আসবে, যাতে ডাটা চুরির সম্ভাবনা থাকবে না।

 

 

অ্যাপলের আইওএস ১৮.১-এ ‘ইনঅ্যাকটিভিটি রিবুট’ ফিচারের অনুকরণেই ফিচারটি। তিন দিন ফোন ব্যবহার হবে না- এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে আসে না। তবে ফোন হারানো বা কোনো বিপদের সময়ে আপনার ডাটা সুরক্ষা মজবুত করবে এই ফিচার।

 

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *