মোসাদের গোপন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, গ্রেপ্তার ইসরায়েলি গোয়েন্দা

মোসাদের গোপন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, গ্রেপ্তার ইসরায়েলি গোয়েন্দা মোসাদের গোপন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, গ্রেপ্তার ইসরায়েলি গোয়েন্দা

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের রাজধানীর কাছেই একটি তিনতলা ড্রোন ঘাঁটি চালাচ্ছে— ইসরায়েলি মিডিয়ার এমন প্রতিবেদন সামনে আসার পরই অভিযান চালিয়ে গোপন সেই ঘাঁটিটি শনাক্ত ও ধ্বংস করেছে বলে জানিয়েছে তেহরান।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানীর নিকটবর্তী রেই শহরে অভিযান চালিয়ে মোসাদের গোপন ঘাটিটি ধ্বংস করা হয়েছে।

 

 

এছাড়া ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় অভিযানের ভিডিওতে ছোট ছোট ড্রোন ও বিস্ফোরকের অংশগুলো দেখা যায়।

ইরান বলছে, দেশে এমন আরও ড্রোন উৎপাদনকেন্দ্র থাকতে পারে, এবং তা শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

 

 

ইরানের পুলিশ মুখপাত্র সাঈদ মন্তাজেরুলমেহদি জানান, ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত ড্রোন ও বিস্ফোরক তৈরির ওয়ার্কশপ রাজধানী তেহরান, আলবোরজ এবং ইসফাহান প্রদেশে পাওয়া গেছে।

সাঈদ বলেন, ‘১৪টি আত্মঘাতী ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনটি গাড়ি তেহরান ও আলবোরজ থেকে আটক করা হয়েছে যেগুলোর ভেতরে ড্রোন ও বিস্ফোরক ছিল। এছাড়া ইরাক সীমান্তে আরও তিনটি গাড়ি আটক করেছে সেদেশের পুলিশ।

 

 

এছাড়া রাজধানীসহ বিভিন্ন শহরে ইসরায়েলের হয়ে কাজ করা সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ইরান।

সূত্র: আনাদোলু

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *