সাভারে এনসিপি নেতাকর্মীর ওপর হামলা, আহত ৮
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজনের ওপর হামলা করে পিটিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চারজন।
আহত এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ উৎকট গন্ধ পাই। পরে এলাকায় খোঁজ নিয়ে দেখি সেখানে অবৈধ সিসা কারখানায় সিসা পোড়ানো হচ্ছে। তাৎক্ষণিক আশুলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইলবাড়ি এলাকায় গেলে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের আটজন নেতাকর্মী আহত হয়েছেন।
আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, এ ব্যাপারে ওসির সঙ্গে যোগাযোগ করেন বিস্তারিত জানতে পারবেন।
আশুলিয়া থানার ওসি সোহরাব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইলে তিনি যুগান্তরকে জানান, এ ঘটনায় রাতের পর কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। তবে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলে ও ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় কোনো মামলা হয়নি। তদন্তে কোনো পুলিশও ঘটনাস্থলে যায়নি। তবে এ ঘটনায় উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছেন তিনি।