এবার আরো একটি নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য গোপনীয়তার নতুন এই ফিচার এনেছে সংস্থাটি। এই ফিচার ব্যবহারকারীদের গোপনীয়তা আগের থেকে আরো কঠোর করবে বলে মনে করছেব টেক স্যাভিরা। সেই সঙ্গে ব্যবহারকারীদের নিরাপত্তার ওপর জোর দিয়েছে।
নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথোপকথনের গোপনীয়তায় নতুন স্তর যুক্ত করতে চলেছে।
হোয়াটসঅ্যাপের এই ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সাহায্যে, অন্য ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করা যেকোনো ছবি, ভিডিও বা মিডিয়া ফাইল অপর প্রান্তে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির গ্যালারিতে নিজে থেকে সেভ হবে না। এ ছাড়া হোয়াটসঅ্যাপে অন্যান্য গোপনীয়তা সম্পর্কিত একাধিক ফিচার আসতে চলেছে বলে জানানো হয়েছে।
হোয়াটসঅ্যাপের উন্নত চ্যাট গোপনীয়তা ফিচার
হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচারের কথা উল্লেখ করে ডঅইবঃধওহভড় জানিয়েছে, হোয়াটসঅ্যাপ তার অ্যাপে একটি উন্নত চ্যাট গোপনীয়তা ফিচার যোগ করছে, যা ভবিষ্যতের একাধিক আপডেটের সঙ্গে প্রকাশ করা হতে পারে।
এই ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ ২.২৫.১০.৪-এ দেখা গেছে। ব্যবহারকারীরা অ্যাপ সেটিংসে গিয়ে এটি চালু ও বন্ধ করতে পারবেন।
ব্যবহারকারীরা এই ফিচারটি অ্যাক্টিভ করলেই তাদের পাঠানো মিডিয়া ফাইলগুলো অপর ব্যক্তির ডিভাইসের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে না। যদি কেউ এই ছবি সেভ করার চেষ্টা করেন, তবে ‘সংশ্লিষ্ট ফাইলটি নিজে থেকে সেভ হচ্ছে না’, লেখা একটি পপ-আপ দেখতে পাবেন গ্রাহকরা।
WABetaInfo-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপ চ্যাট গোপনীয়তা ছাড়াও বেশ কয়েকটি নিরাপত্তা জনিত ফিচার চালু করেছে ৷ যার মধ্যে অন্যতম ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচার ৷ প্রয়োজনে রিপোর্ট করতে পারেন ব্যবহারকারীরা।
সূত্র: কালের কণ্ঠ