যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৩ মাস ব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণ শুরু

যুব উন্নয়ন অধিদপ্তর

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ৪র্থ ফ্রিলান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা গত শুক্রবার এবং শনিবার  অনুষ্ঠিত হয়েছে।

এই প্রশিক্ষণ পরিচালনা নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ বাস্তবায়নে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড সার্বিকভাবে কাজ করে। উক্ত ফ্রিলান্সিং প্রশিক্ষণ ১ অক্টোবর ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘন্টা) মেয়াদী ৬০০ ঘন্টাব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি   কুষ্টিয়া  সারাদেশে ৪৮টি জেলায় একযোগে ভর্তি প্রক্রিয়া চলে যেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং নূন্যতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্ম প্রত্যাশী যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের আওতায় এই ভর্তি প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে কুষ্টিয়া   শহরের   ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা ট্রেনিং সেন্টারে।

উক্ত পরিক্ষায় উপস্থিত ছিলেন মনিরা আকতার সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া , মোঃ মিজানুর রহমান
উপ- পরিচালক ( অডিট), যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা, কুষ্টিয়া জেলার উপ – পরিচালক জনাব মোঃ মতিয়ার রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  আরো  ঊপস্থিত ছিলেন ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড  কুষ্টিয়া  জেলার কো- অর্ডিনেটর  মাহফুজুর রহমান,  আলিমা খাতুন, সোহেল রানা, প্রশিক্ষক মোঃ মঞ্জ্রুল হাসান।