ভারতের হামলায় পাকিস্তানে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর মিডিয়া উইং জানায়, নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। বাকি ৪০ জন্য বেসামরিক নাগরিক। এরমধ্যে সাত নারী ও ১৫ শিশুও রয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতের হামলায় আরও ১২১ বেসামরিক আহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ৭৮ সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্য।
অপরদিকে, ক্ষয়ক্ষতির কোনো হিসাব দেয়নি ইসলামাবাদ। তবে একটি বিমানঘাঁটিসহ একাধিক সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে।