নিজের ছবি দিয়ে গিবলি বানান দুই মিনিটে

নিজের ছবি দিয়ে গিবলি বানান দুই মিনিটে

ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে Ghibli স্টাইলে ছবি

– যদি আপনি এই ধরনের ছবি তৈরি করতে চান, তাহলে আপনার ChatGPT Plus বা Pro subscription থাকতে হবে। তবে, ফ্রিতে চেষ্টা করতে পারেন Grok দিয়ে! যদিও ChatGPT-এর মতো নিখুঁত না, তবুও ভালোই কাজ করে✅

কীভাবে Grok দিয়ে Ghibli স্টাইলের ছবি তৈরি করবেন?

১. Grok.com এ গিয়ে sign up করুন।

২. পছন্দের ছবি attachment হিসেবে আপলোড করুন এবং prompt দিন:

– “Turn this image into Studio Ghibli Style Art” .

৩. কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার ছবি✅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *