আগামী ১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড অডিও-ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’। প্রথমবারের মতো বৈশ্বিক এ আয়োজন করছে ভারত। ১-৪ মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনকে ভারতীয় বিনোদন জগতের সঙ্গে বৈশ্বিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ হিসেবে দেখছে দেশটি।
এ বিষয়ে জানাতে বুধবার গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সাংবাদিকদের নিয়ে একটি তথ্যবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ভারতীয় দূতাবাস।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (সংস্কৃতি) অ্যান মেরি জর্জ সাংবাদিকদের বলেন, ওয়ার্ল্ড অডিও-ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিডিয়া ও এন্টারটেইনমেন্ট শিল্পের নেতাদের একত্রিত করা।
রেডিও, টেলিভিশন, সংবাদমাধ্যম, সঙ্গীত, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স, সামাজিকমাধ্যম, অনলাইন ক্রিয়েটরস, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম এবং শিল্প প্রদর্শনীর গুণীজনরা এ সামিটে অংশ নেবেন। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সহযোগিতা, উদ্ভাবন এবং শিল্পগত উৎকর্ষতা সৃষ্টি করার সক্ষম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সামিট।
তিনি বলেন, বিশ্ব অডিও-ভিজ্যুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিটের লক্ষ্য ভারতীয় মিডিয়া ও বিনোদন শিল্পের গ্রোথ বৃদ্ধি করা। এজন্য আঞ্চলিক প্রতিনিধি, এ শিল্পের ভারতীয় ও বৈশ্বিক নেতা এবং নীতি-নির্ধারকদের নিয়ে বিভিন্ন সেশনের আয়োজন করা হয়েছে। তারা বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ, ভবিষ্যতের মিডিয়া এবং বিনোদন শিল্পের গঠন নিয়ে আলোচনা করবেন।
তিনি জানান, আয়োজনের অংশ হিসেবে বিশ্বের সেরা কোম্পানিগুলোর সিইওদের নিয়ে থাকবে ভারতীয় প্রধানমন্ত্রীর গোলটেবিল বৈঠক। মন্ত্রীদের সঙ্গে থাকবে বিশ্বের মিডিয়া ও বিনোদন শিল্পের নীতি-নির্ধারকদের সংলাপ। আরও থাকবে কনফারেন্স, প্রদর্শনী, ‘ওয়েবস বাজার’, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এসব আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে এবং সামিটে অংশ নিতে ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের পরামর্শ দিয়েছেন আয়োজকরা।
সূত্র: যুগান্তর