ঘুস-তদবির ছাড়া মেধাবী তরুণ-তরুণীর পুলিশে চাকরি

ঘুস-তদবির ছাড়া মেধাবী তরুণ-তরুণীর পুলিশে চাকরি

ঘুস-তদবির কিংবা কোনো ধরনের বিশেষ যোগাযোগ ছাড়া কেবলমাত্র নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে জয়পুরহাটে পুলিশ কনস্টেবলের নিয়োগ (চাকরি) পেয়েছেন আত্মবিশ্বাসী ১৩ তরুণ-তরুণী। এ চাকরির জন্য তাদের অনলাইনে আবেদন করাসহ জনপ্রতি ব্যয় হয়েছে মাত্র ১২০ টাকা।

জয়পুরহাট পুলিশ লাইন্সে বৃহস্পতিবার রাতে জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। পরীক্ষার ফলাফল শুনে নিয়োগপ্রাপ্তরা খুশি ও আনন্দে কেঁদে ফেলেন।

 

 

শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে সঠিক যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পেরে খুশি পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব নিজেও। আনন্দে তিনি নিজে নিয়োগপ্রাপ্ত ওই ১৩ তরুণ-তরুণীকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

 

কোন ধরনের লবিং, তদবির, ঘুস দুর্নীতি ছাড়াই বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে উচ্ছ্বসিত দরিদ্র সাধারণ পরিবার থেকে উঠে আসা সদ্য নিয়োগপ্রাপ্ত  তরুণ-তরুণীরা।

এ ব্যাপারে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের জানান, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেলেন এই ১৩ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুস বিনিময় করতে হয়নি।

 

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *