মোদি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে পাকিস্তানে ‘অপারেশন সিন্দূর’ পরিচালনার পর বিশ্বে পাকিস্তানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ধরন নিয়ে বেশ কানাঘুষা চলছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই ভারতে দুই দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ গতকাল বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন, ভারত যদি উত্তেজনা আর না বাড়ায়, তাহলে পাকিস্তান কোনো ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ নেবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। ভারতও ধৈর্যের পরিচয় দেয়নি। ভারত সরকার পাকিস্তানের ১৫টির বেশি শহরে গতকাল হামলা চালিয়েছে।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ বলেন, ‘আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি। যদি তারা (ভারত) আরো পদক্ষেপ নেয়, তাহলে আমরা সেই পদক্ষেপের শক্তিশালী জবাব দেব।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। আন্তর্জাতিক আইন মেনেই পাকিস্তানের সামরিক নেতৃত্ব যথাযথ প্রতিক্রিয়া দেখাবে। তিনি বলেন, জাতির প্রতিরক্ষার অভিভাবক হিসেবে তাদের এই অধিকার রয়েছে এবং জাতীয় নিরাপত্তা কমিটির সভায়ও এ বিষয়ে ঐকমত্য হয়েছে।
এদিকে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক বিবৃতিতে বলেছেন, তিনি বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি ‘অপারেশন সিন্দূর’ পরিমিত, সংযত এবং অ-উসকানিমূলক একটি সামরিক অভিযান ছিল বলে জানিয়েছেন।
বিবৃতিতে এটাও বলা হয়েছে, সহিংসতা বৃদ্ধির কোনো অভিপ্রায় ভারতের নেই। তবে পাকিস্তান যদি সহিংসতা আরো উসকাতে চায়, তাহলে প্রত্যাঘাত করার জন্য যত সামর্থ্য প্রয়োজন, তার সবই ভারতের রয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া : এদিকে যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ বিশ্বনেতারা এরই মধ্যে ভারত-পাকিস্তানকে সংযত থাকার আহবান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও এনএসএ মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের এনএসএদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে।
পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, এমন সংকটময় সময়ে এই ধরনের যোগাযোগের চ্যানেল খোলা রাখা অত্যন্ত জরুরি।
রাওয়ালপিন্ডিতে ভারতীয় ড্রোন বিধ্বস্ত : গতকাল পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় দুজন আহত হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির মতে, ড্রোনটি নজরদারির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।
উল্লেখ্য, পিএসএল খেলতে দেশটিতে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাঁরা সুস্থ আছেন বলে জানা গেছে।
জম্মুর পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানেও হামলা : জম্মুর পাশাপাশি রাজস্থান, পাঞ্জাবের একাংশেও গত রাতে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার ছুটে এসেছে। ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে আলো। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হচ্ছে সাইরেন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোটসহ সে দেশের ১৫টির বেশি শহরে পাল্টা হামলা চালিয়েছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ছেড়ে পালিয়েছে ৪০ হাজার বাসিন্দা : সীমান্তবর্তী এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দারা। এরই মধ্যে প্রায় ৪০ হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
পাকিস্তানি এফ-১৬ বিমান, ড্রোন মাঝ আকাশে বিধ্বস্ত : গতকাল সন্ধ্যায় পাকিস্তানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের খবরে এ তথ্য জানানো হয়েছে। বেশ কিছু সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, পাকিস্তানি বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান পাঠানকোটে বিধ্বস্ত করা হয়েছে। এ ছাড়া সব কটি ড্রোনও আকাশেই বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বড় ধরনের হামলা হলে জম্মু এলাকায় বিমান হামলার সাইরেন বাজায় ভারত। এ পরিস্থিতিতে জম্মু, কাশ্মীর, অমৃতসর ও জলান্ধরে ব্ল্যাকআউটের ঘটনাও ঘটেছে।
কাশ্মীরে সামরিক স্টেশনে আক্রমণ : গতকাল কাশ্মীরে ভারতের সামরিক বাহিনীর তিনটি স্টেশন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। তবে ভারতের সেনাবাহিনীর দাবি, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হুমকি নস্যাৎ করা হয়েছে। জম্মু, পাঠানকোট ও উধমপুর টার্গেট করেছিল পাকিস্তান।
ধর্মশালায় বন্ধ আইপিএলের ম্যাচ : পাকিস্তানি হামলার জেরে ফ্লাডলাইটের টাওয়ারের সব আলো নিভে যাওয়ার কারণে আইপিএলের ওই ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দর্শকদের মাঠ ছেড়ে যেতে বলা হয়।
ভূপাতিত ২৫ ড্রোন ইসরায়েলের তৈরি : পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ২৪ ঘণ্টায় ভূপাতিত ২৫টি হারপ ড্রোন ইসরায়েলে তৈরি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই দাবি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের ‘সফট কিল’ (প্রযুক্তিগত) ও ‘হার্ড কিল’ (অস্ত্রশস্ত্রের ব্যবহার) দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে আক্রমণের জন্য উেক্ষপিত ২৫টি ইসরায়েলি হারপ ড্রোন গুলি করে নামিয়েছে। সূত্র : বিবিসি, ডন, এনডিটিভি, জিও, এএফপি