
নিলামে উঠল অ্যাপল–১ কম্পিউটার, দাম ছাড়াতে পারে ৩ কোটি টাকা!
প্রযুক্তি ইতিহাসের এক কিংবদন্তি অধ্যায় রচিত হয়েছিল স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাত ধরে। তাদের তৈরি প্রথম কম্পিউটার অ্যাপলু১ এখনো প্রযুক্তিপ্রেমীদের জন্য এক বিরল সংগ্রহ। আর সেই ঐতিহাসিক অ্যাপলু১ কম্পিউটার আবারও উঠেছে নিলামে। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন এই নিলামের আয়োজন করেছে। তারা আশা করছে, কম্পিউটারটির দাম ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে, যা…