ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির বাগানে বিশাল কনটেইনার জাহাজ

ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির বাগানে বিশাল কনটেইনার জাহাজ

নরওয়ের এক ব্যক্তি ঘুম থেকে উঠে দেখলেন, একটি বিশাল কনটেইনার জাহাজ এসে তার বাড়ির সামনের বাগানে ধাক্কা মেরেছে। ৪৩৩ ফুট (১৩৫ মিটার) লম্বা এই জাহাজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে (গ্রিনিচ মান সময় ভোর ৩টা) জোহান হেলবার্গের বাড়ির মাত্র কয়েক মিটার পাশ দিয়ে চলে যায়।

জোহান হেলবার্গকে এই অদ্ভুত ঘটনার কথা প্রথম জানান তার আতঙ্কিত প্রতিবেশী। তিনি জানান, বিশাল জাহাজটি সরাসরি উপকূলের দিকে ধেয়ে আসছিল। ঘটনাটি ঘটেছে ট্রনডহেইম শহরের কাছে বিনেসেট এলাকায়।

 

 

টেলিভিশন চ্যানেল টিভি২-কে হেলবার্গ বলেন, ‘এই সময়ে দরজায় বেল বাজলে আমি সাধারণত দরজা খুলি না।’ তিনি আরো বলেন, ‘আমি জানালায় গিয়ে যা দেখলাম, তাতে হতবাক হয়ে গেলাম—একটা বিশাল জাহাজ আমার সামনেই দাঁড়িয়ে। এর ওপরের অংশটা দেখতে আমাকে গলা উঁচিয়ে তাকাতে হয়েছিল। সব কিছু যেন অবিশ্বাস্য লাগছিল।’

 

 

প্রতিবেশী জোস্টেইন ইয়োর্গেনসেন জানান, তিনি ঘুম ভেঙে দেখতে পান জাহাজটি পুরো গতি নিয়ে তীরের দিকে এগিয়ে আসছে, তখনই তিনি দৌড়ে হেলবার্গের বাড়িতে যান। ইয়োর্গেনসেন বলেন, ‘আমি ভেবেছিলাম তিনি ইতিমধ্যেই বাইরে আছেন, কিন্তু না—সেই সময় পর্যন্ত তার কোনো সাড়া-শব্দ ছিল না। আমি বহুবার ডোরবেল বাজিয়েছি, কোনো সাড়া পাইনি।

তিনি টিভি২-কে জানান, শেষমেশ যখন আমি তাকে ফোন করি, তখনই তার সঙ্গে যোগাযোগ হয়।

 

 

এনসিএল সাল্টেন’ নামের এই কার্গো জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী এবং এতে ১৬ জন ক্রু ছিলেন। এটি ট্রনডহেইম ফিয়র্ড ধরে দক্ষিণ-পশ্চিমে ওর্কানগার বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু পথ হারিয়ে উপকূলে এসে ধাক্কা মারে।

 

 

এএফপি বার্তা সংস্থা জানিয়েছে, এই দুর্ঘটনায় কেউ আহত হননি। জাহাজটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে চলে এলো, তা এখনো জানা যায়নি।

নরওয়েজিয়ান পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জোহান হেলবার্গ মজার ছলে বলেন, ‘এটা একেবারেই বিশ্রী এক নতুন প্রতিবেশী, তবে আশা করি সে খুব শিগগিরই চলে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *