প্রাইম ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পদে চাকরির সুযোগ, স্নাতকে আবেদন

প্রাইম ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পদে চাকরির সুযোগ, স্নাতকে আবেদন

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ‘রিলেশনশিপ ম্যানেজার-জাপান ডেস্ক, ট্রানজেকশন ব্যাংকিং’ পদে নিয়োগ দেবে। এ পদের অন্যতম প্রধান দায়িত্ব হলো প্রাইম ব্যাংক ও জাপানি গ্রাহকদের মধ্যে যোগাযোগকারী হিসেবে কাজ করা; গ্রাহকের ব্যবসায়িক চাহিদা বোঝা এবং সংশ্লিষ্ট দলকে অবহিত করা; জাপানি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা। জাপানি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় নথিপত্র, ই–মেইল ও চিঠিপত্র অনুবাদ ও ব্যাখ্যা করা।

আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো স্থানীয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাপানের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে অগ্রাধিকার পাবেন প্রার্থী। জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে। জাপানি ভাষা দক্ষতার কোনো সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থী। বাংলা ও ইংরেজিতেও ভালো দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

পদের সংখ্যা: 

বেতন ও সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতা পাবেন প্রার্থী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০২৫।

 

সূত্র: যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *