সারারাত ফোন চার্জে রাখা ভালো নাকি খারাপ?

সারারাত ফোন চার্জে রাখা ভালো নাকি খারাপ

অনেকে সারাদিন স্মার্টফোন ব্যবহারের পর রাতে ফোনটি চার্জ দিয়ে ঘুমিয়ে যান। এই কাজটি ভুলেও করবেন না। এটি ফোনের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে।

ফোন অনেকদিন ভালো রাখতে চাইলে কিছু নিয়ম অতি অবশ্যই মেনে চলা উচিত। তার মধ্যে অন্যতম হলো ফোনে সঠিকভাবে চার্জ দেওয়া। যেমন-অনেকেই ফোন যে কোম্পানির সেই একই সংস্থার চার্জার ব্যবহার করেন না। সস্তার চার্জার দিয়ে দিনের পর দিন ফোনে চার্জ দেন। অনেকদিন ধরে এটা করতে থাকলে ফোনের ব্যাটারির উপর তার প্রভাব পড়তে বাধ্য।

আমরা অজান্তেই ফোন চার্জ করার সময় কিছু ভুল করে ফেলি। যার প্রভাব পড়ে ফোনের ব্যাটারি লাইফ বা ব্যাটারির আয়ুর উপর।

শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত হয় ডিভাইসের পারফরম্যান্স বা কার্যকারিতাও। অনেকেই সারা রাত ধরে ফোন চার্জে বসিয়ে রেখে ঘুমিয়ে পড়েন। এতে ফোন চার্জিং তো হয়ই, কিন্তু হিতে বিপরীত হতে পারে। আসলে সারা রাত ফোন চার্জ করার জন্য ফোনের ব্যাটারি লাইফের উপর প্রভাব পড়ে।

আধুনিক স্মার্টফোনে প্রাথমিক ভাবে ব্যবহার করা হয় রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি। যদিও এই ব্যাটারিগুলো অত্যন্ত উন্নত এবং কার্যকর। তবে এই ব্যাটারিগুলির কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে।

এখানেই শেষ নয়, ঘণ্টার পর ঘণ্টা অনেকেই স্মার্টফোন চার্জে বসিয়ে রাখেন। ১০০ শতাংশ চার্জ পূরণ হয়ে যাওয়া সত্ত্বেও চার্জ থেকে ফোন সরান না। সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা বা ক্যাপাসিটি কমে যেতে শুরু করে। যার জেরে ফোনে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দেয়। এর ফলে ফোনে বিস্ফোরণের আশঙ্কাও কয়েক গুণ বেড়ে যায়। এর ক্ষতিকর প্রভাব পড়ে ফোনের পারফরম্যান্সের উপরেও।

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে, প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে স্মার্টফোন প্লাগ-ইন করে রাখা চলবে না। অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি ফোন চার্জ করা চলবে না। একবার চার্জ ১০০ শতাংশ বা পুরোপুরি চার্জড হয়ে গেলে তা আনপ্লাগ করতে ভুললে চলবে না।

তবে আজকাল আবার কিছু স্মার্টফোনে এমন ফিচার দেওয়া হয়। আর সেই ফিচারের জেরে ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জিংও স্বয়ংক্রিয় বা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে।

এছাড়া সারারাত ফোন চার্জে বসিয়ে রাখলে ফোনে অতিরিক্ত চার্জ দেওয়ার ফলে ডিভাইস গরম হয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়ে ব্যাটারি। ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে। খারাপ হওয়ার সম্ভাবনা তো থাকেই। এমনকি অতিরিক্ত গরম হওয়ার কারণে ফোনে বিস্ফোরণ পর্যন্ত হতে পারে।

 

সূত্র: জাগো নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *